কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের মহান বিজয় দিবস-২০২২ উদযাপনের শুরুতে ১৬ই ডিসেম্বর,২০২২ এর প্রথম প্রহরে জনাব এম. নার্গিস আক্তার, অধ্যক্ষ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ,কুমিল্লা এবং অধ্যক্ষ(অতিরিক্ত দায়িত্ব), স্কুল অব রোবটিক্স, কুমিল্লা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে ভাষাসৈনিক শহীদ নীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা প্রশাসন,কুমিল্লা কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অভাবনীয় পারদর্শীতার সাক্ষর রাখে। উল্লেখ্য যে, এবার রেকর্ডসংখ্যক ১৩৭ টি দল কুচকাওয়াজে অংশ নিয়েছিল।কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অর্জিত পদকসমূহ-১)স্কাউট (কুচকাওয়াজ)-প্রথম স্থান,২)যুব রেড ক্রিসেন্ট (কুচকাওয়াজ)-দ্বিতীয় স্থান, ৩)কাব দল (ডিসপ্লে)-তৃতীয় স্থান, ৪)যুব রেড ক্রিসেন্ট (ডিসপ্লে)-৩য় স্থান, ৫)স্কুল অব রোবটিক্স, কুমিল্লা (ডিসপ্লে)-তৃতীয় স্থান, ৬)রেঞ্জার দলের সৌজন্য স্মারক সহ সর্বোচ্চ ৬টি পুরস্কার পেয়েছে। আশাতীত সাফল্যে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজে শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে! অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব এম. নার্গিস আক্তার ম্যাডাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT