চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে প্রাথমিক স্তর থেকেই আইসিটি শিক্ষা সমপ্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলা করার স্বার্থে শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক স্তর থেকেই প্রোগ্রামিং, রোবটিক্স সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী গুণাবলী সম্পন্ন মানব সম্পদ গড়ে তোলার জন্য জেলাপ্রশাসক ও সভাপতি কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ এর উদ্যোগে বিকাল ৪:০০ টা থেকে ৬:০০ টা পর্যন্ত "ডিজিটাল আওয়ার্স কার্যক্রম" ঘোষণা করেছে। উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য বিশেষভাবে বলা হলো।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT