অবশেষে দীর্ঘ অপেক্ষার পালা শেষ!! শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে প্রতিষ্ঠান। পৃথিবীর সুন্দরতম দৃশ্য এটি। আমরা আপ্লুত, অভিভূত। করোনাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায় তাদের প্রাণপ্রিয় পরিচ্ছন্ন ও ঝলমলে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ ক্যাম্পাসে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে বিশেষ পরিস্থিতিতে নতুনভাবে সকলকে বরণ করা ও নতুন প্রেরণায় সকলকে উদ্বুদ্ধ করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক ও সভাপতি কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, জনাব মোঃ কামরুল হাসান স্যার। যিনি আমাদের সম্মানিত অভিভাবক। সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নাজমা আশরাফী ম্যাডাম ও জেলা শিক্ষা অফিসার, আব্দুল মজিদ স্যার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব রাশেদা আক্তার ম্যাডাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম. নার্গিস আক্তার ম্যাডাম ও শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনে এসে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক কথা বলেন এবং শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সেনিটাইজার ও খাতা উপহার প্রদান করেন। স্যারের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT